উড়ে উড়ে যায়
ঐ নীলের সীমানায়,
পাগল আমার মন
উড়ে উড়ে যায়।........(II)
শান্ত সবুজ গাঁ
নেই খুশির সীমানা,
মধুর বদন মা-র
নেইকো তুলনা।
উড়ে উড়ে যায়
ঐ ঘুড়ির সীমানায়,
পাগল আমার মন
উড়ে উড়ে যায়।
জীবন তরীতে
উথাল পাথাল ঢেউ,
ঐক্যের বাঁধনে বাঁধা
জানেনা তো কেউ।
বাংলার প্রীতি
দেশের সবাই মিলে,
একই মায়ের শিশু
শান্তির মিছিলে।
উড়ে উড়ে যায়
ঐ অসীম সীমানায়,
পাগল আমার মন
উড়ে উড়ে যায়।
ঈশান কোনের
ঝড়, রূখে এ অন্তর,
প্রতিরোধ দূর্গ গড়ি
দিয়ে প্রেমে ভর।
ও প্রিয় জননী
আমার জন্মভুমি মা,
তোমার সম্মান কভু
হারাতে দেব না।
উড়ে উড়ে যায়
ঐ নীলের সীমানায়,
পাগল আমার মন
উড়ে উড়ে যায়।........(II)
উড়ে উড়ে যায়
ঐ আকাশ সীমানায়,
পাগল আমার মন
উড়ে উড়ে যায়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/১৩ সফর ১৪৪০ হিজরী/২৪ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com