আর করো না দেরি রে ভাই
আর করো না দেরি,
এসেছে সময় এই তো বুঝি
দিচ্ছে ছেড়ে ফেরি।
বুঝার মাতাল ঘরের চাতাল
রং হয়েছে ঢের,
পেছন ফেলে ছুটছি সবাই
গোছাই কোন আখের!
দম্ভ যত-ই আরাম ততো-ই
ব্যারাম অঙ্গ জুড়ে,
কোন সে শক্তি-ই অবিনাশী
দেখি না মননপুড়ে।
প্রকৃতির ক্ষয়ে গৌরব বয়ে
রক্তে রাঙ্গাও হাত,
কেমনে রুধিবে ভাঙলে জমাট
বরফ ফেরীর বাঁধ?
বিশ্ব বিবেক থামাও তোমার
দম্ভের পেশী বল,
করোনা ঢেউ অশনি প্লাবন
স্রষ্টায় প্রেম আঁচল।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/১৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/০৯ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।