(করোনায় লক ডাউনে শহর বন্দর রথ,
অস্থির এই মানবতা, খুঁজি মুক্তির পথ)
অধীর এ মন যমুনা
অথৈ বানের গাঙ,
কেমনে বাইবো তরী
প্রাণ করে আনচান।
নিঃসীম নীল সীমানা
এ মন ছুঁতে চায়,
নিশীতে মরণ পেঁচা
কি করি উপায়!
বেজে ওঠে এই ক্ষণে
স্বপ্ন ভাঙ্গা গান,
স্বপ্ন-যাত্রা হলো শুরু
বল-এ বীর বলিয়ান।
করোনা তাড়না নয়
সচেতন সবে,
জয় যাত্রা মানবতার
শুরু হোক তবে।
আধারের এ ঘনঘটা
অমানিশা কালে,
জয় হোক মানবতা
মিলিয়া সকলে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/২২ রজব ১৪৪১ হিজরি/১৮ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।