দিন তিনেক জিতে
বিজয়ের আনন্দে মেতে,
চতুর্থ দিনে তব
একি হাল হলো।
ভরাডুবি হয়ে সে কি?
রসাতলে গেল।
জীবনের প্রতি পলে
ছন্দপতন হলে,
সকলেই বলে তবে
এখন যে কি হবে?
কত সাধনার শ্রম
বৃথাই কি তবে?
বৃথা হলে ভাবি ফলে
গেল সবি রসাতলে,
হবে না কিছুই আরও
নাই তো সময় কারো।
কেন মিছে আলাপন
এখন সামনে বাড়ো।
ব্যর্থ হলেই ভবে
খুঁজে ফিরি অনুভবে,
কি ছিল কারন মোর
ব্যর্থতার বৃত্ত ঘোর।
শ্রমে ধৈর্যে আসে
আলোর নতুন ভোর।
কামে এ ধরনীধাম
সফলতা অবিরাম,
একটু পিছলে পাছে
নাই কেহ তব কাছে।
মধ্য গগন পুঁজে
বাকি সবি কি গো মিছে?
ছোট বড় সব লয়ে
চলি তব সবিনয়ে,
কাননে অযুত কলি
ফুটিতেছে শতদলী।
মোরা তব সবি তরে
ঐক্যতানে প্রাণভরে।