(নিউজিল্যান্ড ও শ্রীলংকায় মানবতার উপর হামলার তীব্র নিন্দা জানাই)
চল চলে যাই বন্ধু
চল অন্য কোথাও,
শুভ্র সবুজের প্রত্যয়ে
ধর হাতটি বাড়াও।
নোনাধরা ব্যর্থ জীবনে
বালিশের চাপ বেসামাল
রোজ মানবতার ব্যবচ্ছেদ
মসজিদ গীর্জা রক্ত'লাল.!
এক ঈশ্বর একই আল্লাহ
একই যদি হয় ভগবান,
তারই সৃষ্টি সব জগতময়
তবে কেন এই বলিদান..!!
ঝড় উঠেছে ঈশান কোনে
রক্ত খেকো সে অমানুষ,
ধর্ম তত্ত্ব আর যুক্তি যত
তাদের হবে'না তো হুশ।
নাই'বা ভাসাই এ'জীবন তরী
ডুবেই যদি'যায় নাও (নৌকা)
চল চলে যাই বন্ধু
চল অন্য কোথাও...!!!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/১৭ শাবান ১৪৪০ হিজরি/২৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।