দমবন্ধ কনক্রিটে গুমোট জীবন,
নিয়ন আলোয় সৌধ স্বাদ প্রস্রবণ।
বাতাসে বাবুই বাসা দুলছে দলুক,
অনাদরে অর্ধাহারে চাঁদ স্বপ্নভুক।
গৃহ বন্দী লক-সন্ধি কেবা কাড়ে প্রাণ,
কোন সে কারণে হারে মানবতা মান।
সিয়াম সালাত দমে বৃদ্ধাশ্রম ছাতা,
স্বর্গ নরক কোথায় অবহেলে মাতা।
প্রকৃতি বারিষ ধারা ধুয়ে দেয় ধরা,
চল ভিজি দেহমনে ডাক হরকরা।
নহে শুধু নিজেকেই বিপনন পণ,
জরা ব্যধি ধুয়ে সাফ মানবতা মন।
সু-মিতার সনে মিতা বৃষ্টির আবেশ,
আগামী প্রভাত মনে বিজয়ের রেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ/০৯ রমজান ১৪৪১ হিজরি/০৩ মে ২০২০ খ্রিস্টাব্দ।