পাখিরে তোর নাই সীমানা
নাইরে বসত নাই ঠিকানা,
কেন এই মানব জনম সার
পাগল মন আমার
কেন এই মানব জনম সার!
বৃক্ষ তরুর শাখায় ফলে
উজান বাটির জল শুকালে,
মেঘ শায়রে জমে জলাধার
পাগল মন আমার
কেন এই মানব জনম সার!
গো রচনা জাতি অজানা
রইলি রে মন দিনের কানা,
ভাঙলি রে তোর মানব জাতিশ্বর
পাগল মন আমার
কেন এই মানব জনম সার!
চাঁদ সুরুজ হৃদয় কাড়া
কাঁটা তার সীমানা বেড়া,
এ মনের গহীন কালো ঘর
পাগল মন আমার
কেন এই মানব জনম সার!
চিত্ত শুদ্ধ নাই বা হলে
সবই যাবে রসাতলে,
শুদ্ধ মন প্রেমেরই বাসর
পাগল মন আমার
চাই মানব জনমে শুদ্ধাচার।
পাগল মন আমার
কেন এই মানব জনম সার!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২৯ রজব ১৪৪০ হিজরি/০৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।