আমার এ ঘর আঁধার কালো
দাও ভরিয়ে চাঁদের আলো,
আকুল অমানিশার ঘােরে
এই'না আঁধার লাগে ভালো।
রং মাধুরী রঙিন ভুবন
শত রঙে রাঙাই এ মন,
সুমিতা মোর মন মহাজন
দাও রাঙিয়ে রিক্ত জীবন।
চিত্ত উদার নিখিল তলে
দাও'না প্রেমের আপন বলে,
আমার এ ঘর আঁধার কালো
দাও ভরিয়ে চাঁদের আলো।
জীবন তরী উজান গাঙে
একুল ও'কুল দু'কুল ভাঙে,
শুদ্ধ আলোয় এ মন জ্বালো
এই'না আঁধার লাগে ভালো।
আমার এ ঘর আঁধার কালো
দাও ভরিয়ে চাঁদের আলো,
আকুল অমানিশার ঘােরে
এই'না আঁধার লাগে ভালো।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২০ রজব ১৪৪০ হিজরি/২৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।