বুক ধড়ফড় ওই এলাে ঝড়
বৈশাখী লগন,
শনশন বায় শুকনো পাতায়
কাঁপে তনুমন।
মেঘ গড়গড় নীলিমা আঁধার
খেয়া পারাপার,
দুলিছে এ তরী দিন অনাহারী
এলো বুঝি ঝড়।
গোয়ালার দাবী নাকফুল ছাবি
অটুট অক্ষয়,
দাঁড় বৈঠা জোর নহে অনাদর
প্রত্যয় বিজয়।
মেঘের আড়ালে রবি না হারালে
নাই উঠে ঝড়,
বিপদের হাল নয় চিরকাল
জীবনের পর।
এ মন সাজাতে বিজয় বাজাতে
হৃদে বিভাবরী,
ষড়রীপু ছাড়ি মানব এ তরী
বিশ্ব শান্তি গড়ি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/০১ শাবান ১৪৪০ হিজরি/০৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।