সেলিব্রেটি মধুর অতি
অনেক সাধনা ক্ষয়,
লক্ষ প্রাণের ভালোবাসায়
সেলিব্রেটি হয়।
জন্ম ধ্যানে প্রেম কাননে
কতজনই এলো,
কর্মগুনে ত্রি-ভুবনে
সেলিব্রেটি হল।
মানবপ্রেম ও দেশপ্রেমে
বিলিয়ে দিয়ে প্রাণ,
বিশ্বসভায় ছড়ায় গীতি
তাদের বিজয় গান।
সেলিব্রেটির জন্য আজ
উথাল পাথাল ঢেউ,
সাগর জলে বানের তলে
মরলো যবে কেউ।
কলির ক্ষনে কলের গানে
নাসির রুবেল গায়,
সুবাহ হ্যাপি কিংবা পপি
নেশায় ঝরে যায়।
জীবনমরন রক্তক্ষরণ
সেলিব্রেটি কথন,
সমাজবদ্ধ জাতির মাঝে
মানব রূপে যতন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/২৬ শাওয়াল ১৪৩৯ হিজরী/০৯ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190