আঁচল টা আগলে রাখিস,
"খোকা" তোর ঘরে নেই।
পনের আগস্ট মননে শোক,
দু্ঃখিনী বাংলা মা আমার।
মা তোর ভাষা, ধর্ম, বর্ণে
আঘাত হানে মীর জাফর
ধর্ম সে তো প্রতিবিম্ব চাঁদ,
বিধাতা এক পর্দা বিস্বাদ।
এখনও তোর বক্ষ বিদীর্ণ
পিশাচ হায়েনার পদচিহ্ন,
মা তোর অস্তিত্বের ধ্বংস
এই মন কেন যে উদ্বিগ্ন।
দে মা আমায় একটি মুজিব
একটি সুভাষ একটি সালাম,
আসছে ঝড়ে বীর বাঙালী
"জয় বাংলা" কন্ঠে নিলাম।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬.০৮.২০১৯ খ্রীষ্টাব্দ।