হিন্দু মুসলিম খ্রিস্টান
আমি অতশত বুঝিনা,
জন্মেছি এই বাংলায়
এই বাংলা আমার মা।

স্রষ্টার তরে সৃষ্টি সবার
জাতে সে ভিন্ন ঘরে,
আমি তুমি একই গ্রহের
ভেদাভেদ এ অন্তরে।

কেন তবে এই বক্ষ ভেদী
হৃদয় ছিন্ন বেড়া,
বঙ্গ মায়ের বিরহ অনল
প্রবাহে পদ্মায় ডেরা।

স্বার্থে হেঁসেছো প্রমোদে ভেসেছো
জ্বালিয়ে চিতায় এ বঙ্গ,
বাসোনি ভালো এ মা-কে আমার
কি সুখে করেছো রঙ্গ!

ধর্মের ভেদ কর্মের গুনে
বিধাতা তো একজন,
মায়ের অঙ্গে বঙ্গ-ভঙ্গে
ছিলো কোন আয়োজন!

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ জৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/২৬ শাওয়াল ১৪৪২ হিজরি/৮ জুন ২০২১ খ্রিস্টাব্দ।