হৃদয় বাতি জালিয়ে রাখি
সারা দিন রাত,
বন্ধু আমার প্রাণের সুজন
বিনিদ্র প্রভাত।
তোমার সকল সুখের দিনে
নাইবা পেলে সাথী,
দুঃখের দিনে পাবে বন্ধু
আঁধার রাতের বাতি।
আগেই তুমি যাবে চলে
বন্ধুকে দাও ভয়,
অভিমানী যাবই যেদিন
একাই পরে রও।
ভালোবাসার এই ধরাতে
যাওয়ার সময় নাই,
ভালোবাসি বন্ধু সুজন
শুধুই বলে যাই।
যাকে তুমি বাস ভাল
আপন করে নাও,
ক্ষুদ্র জীবন এমনি তবে
কেন কষ্ট পাও?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১৩ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২৫ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190