কেমন করে থাকি রে বন্ধু ভীষণ যন্ত্রণা,
তোমারে না পাইলে বন্ধু ভাল লাগে না ।।
ভালবাসা অমূল্য ধন মহান সাধনা
মন মাজারে তোমার প্রেমের কাব্য রচনা,
তোমারই গান গাই রে বন্ধু প্রভু রাব্বানা
তোমার প্রেম পাওয়ার আশে মনের বেদনা।
কেমন করে থাকি রে বন্ধু ভীষণ যন্ত্রণা,
তোমারে না পাইলে বন্ধু ভাল লাগে না ।
কোন সে কায়া মিছে মায়া মনের যাতনা
কতই আশা বাঁধি বাসা বিরহ বেদনা,
তোমার প্রেমে পাগল বন্ধু জাহিদ মাস্তানা
চাই'যে বন্ধু তোমারই প্রেমে অন্ধ দেওয়ানা।
কেমন করে থাকি রে বন্ধু ভীষণ যন্ত্রণা,
তোমারে না পাইলে বন্ধু ভাল লাগে না ।
কেমন করে থাকি রে বন্ধু ভীষণ যন্ত্রণা,
তোমারে না পাইলে বন্ধু ভাল লাগে না ।।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/১৮ সফর ১৪৪০ হিজরী/২৯ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।