কেমনে বাধিয়া রাখব
উদাসী এ মন
তোর বিরহে কাঁদে বন্ধু
কাঁদে দুই নয়ন,
আজও ভালোবাসে তোরে
আমার এই মন। -(ll)
বন্ধু রে তুই প্রেম শিখাইয়া
আমায় ভুলিয়া
কেমনে এত নিঠুর হইলি
গেলি চলিয়া,
প্রাণ বন্ধু ঐ পাড়ে তুই
মানে না এ মন,
তোর বিরহে কাঁদে বন্ধু
কাঁদে দুই নয়ন।
সুজন বন্ধু প্রাণের বন্ধু
আছি অপেক্ষায়
ঐ পাড়ে মন যাবার পরে
দেখা যেন হয়,
আজও ভালোবাসে তোরে
অবুঝ এই মন,
তোর বিরহে কাঁদে বন্ধু
কাঁদে দুই নয়ন।
কেমনে বাধিয়া রাখব
উদাসী এ মন
তোর বিরহে কাঁদে বন্ধু
কাঁদে দুই নয়ন,
আজও ভালোবাসে তোরে
আমার এই মন। -(ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/৩০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৮ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।