বৈশাখী ঝড় কাঁপে থরথর
শুকনো পাতার সারি,
আকুল এ'প্রাণ করে আনচান
বিধবা যে অনাহারি।
এসেছে বঙ্গে আয়েশী ঢঙ্গে
নতুন সংযোজন,
রূপসী নারী আঁচল বিছাড়ী
বৈশাখী আয়োজন।
পান্তা ইলিশ কোকিলের শিষ
বাংলার সন শুরু!
রমনা মেলায় বটের তলায়
কাঁপে মন দুরুদুরু।
হায়েনার দাঁত করবো নিপাত
বাংলা আমার মা,
তোমার কৃষ্টি তোমাতেই সৃষ্টি
কখনোই ভুলবো না।
একতারা ঢোল বাংলার বোল
মননের নিঃশ্বাস,
সুরে সুরে গীত মানবের প্রীত
বাংলায় উচ্ছাস।
রবির কিরণ দুখুর পীড়ন
বাংলার অহংকার,
হাতে হাত ধরি বাংলা গড়ি
দূর্জয় দুর্নিবার।
বিলাতি মোহ শুকসারি দ্রোহ
বাংলায় গান গাই,
বাংলায় প্রেম করি লেনদেন
দিও'মা চরণে ঠাঁই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/০৭ শাবান ১৪৪০ হিজরি/১৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।