এক সাদে মারে লাঠি
ছাদহীন মাথা রে,
ভাত গরম তরকারি
খায় কার ভাতারে।
লাঠালাঠি পিটাপিটি
বেসুমার দ্বন্দ্ব,
লােভী সব করে রব
ওরা সব ভন্ড।
ধর্মের আড়ালেতে
স্বার্থের গন্ধ,
ভাগে কম হলে পরে
ঘোড়া গাড়ি বন্ধ।
কোরআন ও হাদিসের
বানী সবে ভুলিয়া,
ক্ষমতা স্বার্থ মোহে
শিকেয় রাখে তুলিয়া।
সাদ মওদুদ প্রীতি
কত নীতি কত রং,
ফরজ সুন্নাহ ভুলে
চুল দাড়ি কত ঢঙ।
বিশ্ব মালিক খোদা
ধর্ম বর্ণে বিভাজন,
শত রূপে শত দলে
তোমার এই আয়োজন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৩ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০২ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।