তারে দেখিতে আমার এ মন.. চাহে যে,
মন, কেমন এ শুধাই, বুঝে না তো সে!---(ll)
সে যে ক্ষণে ক্ষণে এমনি. স্বপনে আসি,
বলে, আমি তোমায় আজও ভালোবাসি!
তারে দেখিতে আমার এ মন.. চাহে যে,
তারে কেমন এ শুধাই, বুঝে না.তো সে!
ভ্রম মতি মোর পিদিম বাতির..... সনে,
জ্বলে আর নেভে, শত স্মৃতি এই মনে!
সে যে চলে.... গেল হৃদয় বাঁধন ছাড়ি
কেন মিছে টান, বিরহ প্রেমেতে আড়ি!
তারে দেখিতে আমার এ মন.. চাহে যে,
তারে কেমন এ শুধাই, বুঝে না.তো সে!---(ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ/০৯ রজব ১৪৪৫ হিজরি/২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।