মনপুরে স্বপ্ন উড়ে বহতা জীবন,
নিত্য ভাঙে স্রোত গাঙে পাগল পবন।
প্রেম হারী ছাড়াছাড়ি এ মন চিতই,
মন খাতা লঙ্কা পাতা গুড় স্বাদে খই।
ছোট্ট পাখি শুণ্যে ফাঁকি তালপাতা ঘর,
ফিরে দেখা আমি একা নয়নের পর।
ভালোবাসা মিথ্যে আশা পোড়ায় জীবন,
কুলে থাকা নদী বাঁকা অজেয় ভূবন।
আশা বাঁচে স্বপ্ন যাচে আগামীর দিন,
মন পাটি কাঁদা মাটি পুতুলের বীণ।
আসে কভু মন প্রভু ধ্যান স্বপ্নবাসা,
প্রেম গীত মোহপ্রীত মম মন আশা।
চাই সবে অনুভবে ভালোবাসা ডোরে,
হাতছানি হয়রানি মন স্বপ্ন ঘোরে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১২ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৯ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।