এক পোয়াতির জঠর বেদন
বুঝবি না তুই মন-কালা,
তোর জন্মেও হয়েছিল রে
এক মায়ের জঠর-জ্বালা!
আজ এখানে উজান টানে
সকাল করিস সাঁঝ কালো,
কেন খুঁজিস মিথ্যে মোহে
নয় রে সবই তোর ভালো!
ভালবাসার ঐ তাজমহলে
নেই রে দেহ নেই সে প্রাণ,
হাজার বছর ধুসর ধবল
ধুলা বালুর বিরহী গান!
মরার আগে কেন শোনাস
দেশ বিদেশী কলের গান,
এই পাড়ের ভাবনা ভালো
ঐ পাড়ে কি বিষের বাণ!
ভালবাসা তুই বুঝবি কবে
শুধুই বুঝিস নিজের খেল,
সবুজ শ্যামল এই বাংলায়
দেখব কতো আর মিরাক্কেল!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৬ রবিউস সানি ১৪৪৩ হিজরি/২২ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ।