অ-শুভ স্বভাব গুলো খাচ্ছে গিলে দেশ,
সভ্যতা মাতম তোলে অন্তরিক্ষে রেশ!
সর্বনাশা বানে ভাসা ছোট্ট নীড়ে আশা,
রাজনীতি অর্থনীতি লােভ-তত্ত্ব ঠাসা!
শিক্ষার আঁচল তলে হিংস্র এ হায়েনা,
গদি চাই মতি ভাই শত প্রতারণা!
দিন ক্ষণ ধর্ম ভুলে আপনার মোহে,
যত পাই কত চাই, গ্রহ ভিন্ন গ্রহে!
আত্ম-মোহ সুখ-তাপ অতি ক্ষণস্থায়ী,
কত পেলে পাবে সুখ, কোন পরিযায়ী!
মোহ ভুলে বিদ্যা জ্বেলে অন্তরেতে আলো,
আগামী শিশুর তরে চাই সবে ভালো।
খেরোখাতা ছেঁড়া পাতা সবি পরে রবে,
কবে যে মানুষ হব, আত্ম অনুভবে!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ/২৬ রজব ১৪৪২ হিজরি/১১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ।