হয়তো হবে'না দেখা আর কোন দিন
বাজবে না সেই প্রিয়-- নুপুরের রিন,
জানি সবি ভুলে যাবে
সময়টা চলে-- যাবে,
এই মনে সেই স্মৃতি আজও অমলিন।
মনে কি পরে সেই ফেলে আসা দিন
প্রেমডোরে বাঁধা সেই--- স্বপ্ন রঙিন।
কত আশা ভালােবাসা নিয়ে এই বুকে
খেলেছিলে কি খেলা তুমি মহা সুখে,
তবে কেন চলে- গেলে
আমাকে একা- ফেলে,
স্বপ্নে সাজানো বুক বেদনায়--- লীন।
মনে কি পরে সেই ফেলে আসা দিন
প্রেমডোরে বাঁধা সেই--- স্বপ্ন রঙিন। -(ll)
হয়তো বা জানবো না ও মনের কথা
দেখবো না সেই মুখে বিরহের ব্যথা,
যত দুঃখ দিয়েছো
বুকে চেপে নিয়েছো,
বুকে পোড়া দুঃখ স্মৃতি আজও অমলিন।
মনে কি পরে সেই ফেলে আসা দিন
প্রেমডোরে বাঁধা সেই--- স্বপ্ন রঙিন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৪ সফর ১৪৪১ হিজরি/২৪ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।