তুই কি ভাবিস বন্ধু তোকে আমি খুঁজি না,
ও চোখের মদিরতার কাব্য বুঝি না। - (ll)
বয়ে যায় অলস সময় যায় যে বয়ে দিন
কেমনে শোধ করি তোর ভালোবাসার ঋণ,
কত ব্যাথা অতল তলে
অনলে ধুপ যে জ্বলে,
নির্ঘুম রাত্রি জাগায় কোন সে বেদনা,
তুই কি ভাবিস বন্ধু তোকে আমি খুঁজি না।
তুই কি ভাবিস বন্ধু তোকে আমি খুঁজি না,
ও চোখের মদিরতার কাব্য বুঝি না।
ভাবনা আঁধার ঘরে পুড়ে মরে মন
বিরহী রাত্রি দুপুর তোকেই প্রয়োজন,
কেমনে একলা থাকি
বন্ধু তোকেই ডাকি,
তোকে ছাড়া এই জীবন ভালো লাগে না,
তুই কি ভাবিস বন্ধু তোকে আমি খুঁজি না।
তুই কি ভাবিস বন্ধু তোকে আমি খুঁজি না,
ও চোখের মদিরতার কাব্য বুঝি না। - (ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/২৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/২৪ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।