এক আকাশ এক বাতাস একই বৃক্ষের ফল
পাহাড়ে বায় ঝর্ণার ধারা সাগরে নদীর জল,
গ্রহ ও তারা কেমন তারা কার ইশারায় চলে
খাম্বা-খুঁটি নেইকো হেথায় ভাসমান কার বলে!
মানবের শিশু কোনটা যিশু কোনটা মোহাম্মদ
এক স্রষ্টার কৃপায়, তবু করছি মানব বধ!
অন্ধের জ্ঞানে মূর্খের ধ্যানে হরেক তসবি রোজ
মিথ্যে মায়ার এ প্রলোভনে নেই না সত্যের খোঁজ!
আপন খেয়াল গড়ছি দেয়াল ধ্বংসের সভ্যতা
জীবনের প্রদীপ থামবে যবে কি আর ভব্যতা!
আর কতটুকু অবক্ষয়ে ভাঙ্গবে মাতাল মোহ,
ঈশান কোনে স্বপ্ন আবীর, এ মন-বিরহী দ্রোহ!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১৯ জিলহজ ১৪৪৩ হিজরি/১৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।