রূপ কারিগর রূপের ছলে করলো সৃষ্টি নর
একাকীত্বের সঙ্গী হাওয়া দিলেন উপহার,
আসলো ভবে অনুভবে নব সৃষ্টির প্রত্যয়
প্রেম কারিগর প্রেমের আঁকড় চিত্ত শুদ্ধ হয়।
বাড়লো জনম বিশ্ব ভুবন আত্মমগ্ন সে বোধ
সাদা কালোয় ধর্ম আলোয় তুমুল প্রতিরোধ,
আমার আলো তোমার কালো বিরান সমীরণ
যাক না ভেসে আলো কালো প্রতিজ্ঞায় এ মন।
আজ বিচারে আসন পাতি করছো বিচার ভার
বিচার তোমার সাঙ্গ হলে কি নেবে উপহার!
মাটির বাসন হাড়ি ছড়ি বানের জলে ভাসে
প্রেতাত্মা সব শ্মশান মাচায় উচ্চস্বরে হাসে!
কৃষ্ণ গহ্বরের পরে ভাবছো কি সব আছে
এক থেকে নয় নামতা পড়ো শুণ্য রাখ পাছে,
সত্য মিথ্যা বিবেচ্য নয় হামবড়া ভাব সবে
মানবতা যাচ্ছে কোথায় আগামীর অনুভবে।
স্নিগ্ধ বেলা আলোর খেলা বিদুরী আঁধার ক্ষণ
মানবতা সুখ হটায়ে অসুখ প্রত্যয়ে তনুমন,
সৃষ্টির তরে বিলায়ে জীবন স্রষ্টার আরাধনা
তুমি আমি সবে মিলে অনুভবে বিনীত প্রার্থনা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১১ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।