আঁধার তিমিরে সয়েছি কত লাঞ্ছনা,
খুড়েছ কবর প্রতিনিয়ত বঞ্চনা।
যুবকের লহু ক্ষয়ে দূর্বার দূর্জয়ে,
লাল সবুজের পতাকা আসে বিজয়ে।
কবি মেহেরুন্নেসা ও ডাক্তার আলীম,
বক্ষে যাতনা স্মৃতিতে হায়েনা জালিম।
সাগর রক্ত বিনিময়ে বিজয় আসে,
প্রিয়জন হারানো শোক অন্তরে ভাসে।
মীর জাফর ধরায় আজো বহমান,
বিরহ যাতনা মুছ প্রভু রহমান।
জন্মে বাংলা তবু কর্মে হায়েনা ছাপ,
স্বাধীনতার স্বাদ না পাওয়া বিলাপ।
জননী জন্মভূমি নাই বাসিলে ভালো,
হে রাজাকার মনে জ্বালাও সত্য আলো।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০৭ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৫ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।