বিজয়ের মাস আসিল আবার ফিরে,
অতীত স্মৃতি ভাসায় বেদনা তিমিরে।
মাতৃ ভাষায় কথা বলার অধিকার,
মাতাল হায়েনার বিকৃত অত্যাচার।
শোষণ পীড়ন ও নিষ্পেষণের ঢাল,
যাপিত জীবনে মরণের মহাকাল।
শোষিত মায়ের তরুণ দামাল মিলে,
রক্তিম অঞ্জলি স্বাধীনতার মিছিলে।
জননী ও বোনের সম্ভ্রম বলিদান,
পদ্মা তিস্তা ভাইয়ের রক্তে ভাসমান।
গগনে মুক্ত বাংলা বিজয় নিশান,
ঝণ্ডা কেঁদ্র শহীদের তুলি বহমান।
বিজয়ের মাসে শহীদের স্মৃতি স্মরি,
কি করার ছিল, হায় আজ কি'যে করি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৫ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৪ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।