সবুজের বুকে লাল।
বাবার স্মৃতির চাদর অঙ্গে জড়ানো।
স্মৃতি সৌধ,
শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন।
লক্ষ প্রাণ বিসর্জন, বিজয় অর্জন।
ধূলোমাখা পথ হাঁটছি স্মৃতি সৌধ মুখে,
পা যেন জড়িয়ে যাচ্ছে,
এগোতে পারছি না আমি।
কি জবাব দেব বাবার কাছে?
বাবা যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন,
আমি সেই স্বপ্ন ভেঙ্গে ফেলি বারংবার।
অসুস্থ মা বিছানায় কাতর,
ঔষধ না কিনে নেশায় আসক্ত যৌবন,
রক্ত নদী প্রবাহের অভাবে শুকিয়ে যাচ্ছে।
নাফ জলে মুসলিম খোঁজে, বাবার খবর নাই।
অশান্ত ক্ষণে বাঁচার নিরন্তর চেষ্টায় নাবিক,
আর ঘুমিয়ে থেকো না মল্লা,
ক্যাসিনো থেকে বের কর নিজেকে,
অক্সিজেন কোন দিকে, বলতে পারো?
হায়েনার প্রেতাত্মা হটাও।
সু-শিক্ষায় নজর দাও।
জাতীয় সংগীত ও শপথ বাক্যে শুরু হোক দিন।
দেশ প্রেমের বড়ই অভাব।
অন্যায় দুর্নীতি প্লীজ, এবার বন্ধ কর।
শ্রমিক নেতা, আমলা নেতা, আইন নেতা,
মা অসুস্থ, প্লীজ, সকল প্রকার অপকর্ম প্রতিহত কর।
পীর, মুর্শিদ, দরবেশ বাবা নজরবন্দি ব্যবসা থামাও।
শকুনের নজর থেকে আমার মা-কে বাঁচাও।
প্লীজ, প্লীজ, প্লীজ….....
আমার বাংলা মা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১৮ রবিউস সানি ১৪৪১ হিজরি/১৬ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।