আমি বাংলা, তুই মা আমার
কৃষক শ্রমিক বনিক কামার,
তোর ছায়াতল নারীর টানে
গান গেয়ে যাই আপন মনে।
এক নদী জল বিধৌত মন
হিন্দু মুসলিম সবাই আপন,
বিশ্ব জাহানের সৃষ্টির খেলা
আল্লাহ জানেন কিসের মেলা!
মায়ের ভাষায় জীবন বাজি
কোথায় কে'বা ছিলেন রাজি,
গর্ব মায়ের, সে সন্তানে বীর
প্রয়োজনে মা, অপেক্ষা ধীর!
মা তোর আসাদ, কমল, বেনূ
কোকিল দোয়েল সূরের রেণু,
প্রভাত আলোয় ভাসুক ধরা
বাংলার বিজয়ে হৃদয় হরা!
স্বাধীন বাংলার রক্তের ঋণ
বিজয় কেতন আলোক দিন,
বাংলা মা তোর স্নেহের নীড়
আমরা বাঙালি বিজয়ী বীর!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ/১৭ ওয়ালিউল আউয়াল ১৪৪২ হিজরি/০২ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।