মীর জাফর নেই শুধু নামেতেই
রয়েছে যে বহমান কামেতেই।
দেশপ্রেম ছড়া আর বুলিতেই
সব কিছু ভরে নিজ ঝুলিতেই।
পূবেতেই রবি রোজ উঠে হায়
প্রকৃতি বিরূপ কোন ইশারায়!
বিচারিক আদালত সততার
আজ কেন ন্যয়বোধ কে'বা কার!
নেতা মন ছিল সদা জনতার
হীন মানষের তরে সে যে কার।
চাঁদ ঝলসানো রুটি ধুলা যে
হাভাতের স্ফীতি মুলাতে।
সভ্যতা নিশি ভেদি আলোতে
অমানুষ নয়, চাই ভালোতে।
সঙে রংয়ে ভালোবাসা দ্বন্দ
সত্য প্রেমের পথ বন্ধ?
তবু খুঁজি আমি এই আধাঁরে
প্রেম বুঝি আছে বন বাদারে।
বুনো ফুলে সাজাব এ কানন
জয় হোক মানবের প্রিয়ানন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১৪ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২৬ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190