পাড় ভাঙে -------------
পাড় গড়ে -------------
মিথ্যে মায়ার ছলনা----- (ll)
প্রতিক্ষণ------ ভাঙেপাড়
গড়ে তুলি------ আরবার
তবুও গড়া হলো না-----
পাড় ভাঙে ------------
পাড় গড়ে ------------
মিথ্যে মায়ার ছলনা----
ছোট্ট জীবন------- তরী
স্বপ্ন বাসর-------- গড়ি
এ মনের সুর সাধনা----
পাড় ভাঙে ------------
পাড় গড়ে ------------
মিথ্যে মায়ার ছলনা-----
পাড় ভাঙে -------------
পাড় গড়ে -------------
মিথ্যে মায়ার ছলনা----- (ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/৩০ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।