প্রকৃতি খেয়াল হিমহিম শীত উত্তরী বায়
কুয়াশা চাদর শীত কাঁথা প্রস্তুত আড়ায়,
বিলাসী অট্টালিকায় নেই তার খেয়াল
ছাপড়ার কোটরে হানে দাঁতাল শেয়াল।
আসে নির্বাচন হাতে তুলে দেই ভবিষ্যত
বড় আশা বুকে লয়ে স্বপ্ন সুখে দিনরাত,
ছাপড়া কুটিরে আজ রঙ ঢঙ্গে আলাপন
আটপৌঢ় চালের ফুটায় শীতাংশু দর্শন।
শীত আসুক নির্বাচন স্বপ্ন সাধনা কথা
ছেড়া কাঁথা ভাঙ্গ বাঁধ আগামীর বারতা,
হাভাতে কিষানের মাঠে সোনালী ফসল
ভিখ মাঙ্গে কুয়াশায় চোখে না অশ্রুজল।
কত আশা স্বপ্নবাসা যুব কিষানের মনে
ফসল লয়ে বাঁধবে বাসা মেঘাপ্রিয়া সনে,
শীত পোষাক, ফুটা চাল করতে হবে ঠিক
ফসল নির্বাচন চোখ তার আগামীর দিক।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১১ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।