ভালবাসা হল সৃষ্টি
তপ্ত রোদ পর বৃষ্টি,
ভালবাসা মনে ছন্দ
হৃদয়ে দেয় আনন্দ।
ভালবাসা প্রিয় সন্ধি
প্রেমের বাঁধনে বন্দি,
ভালবাসা পুরো বিশ্ব
প্রেমহীনে সব নিঃশ্ব।
ভালবাসা মন মুক্তি
মানষ পটের চুক্তি,
ভালবাসা মধু হাসা
ভালবাসা মন আশা।
ভালবাসা তুমি আমি
ভালবাসা প্রিয় ভূমি,
মহান মানব জাতি
বন্ধন অটুট ভ্রাতি।
স্রষ্টা তোমারই সৃষ্টি
হোক ধর্ম উর্ধ্ব দৃষ্টি,
গৃহকোনে নয় বন্ধি
ভালবেসে হোক সন্ধি।
সৃষ্টি সবই তোমার
স্রষ্টা তুমি নিরাকার,
ভালবাসা হোক সবে
বেঁচে থাকা অনুভবে।
লোভাতুর মন বধ
পাব আলোকিত রথ,
ভালবেসে সবে বাস
চির শান্তির আবাস।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/২২ জিলক্বদ ১৪৩৯ হিজরী/০৫ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190