কিভাবে বললে তুমি কোন সে কারন,
স্বপ্ন নাহি হলো শেষ হৃদয়ে ক্ষরণ।
ভুল ভেবে কেন তবে করে দিলে পর,
তোমারী প্রেমেতে প্রিয় অবধী কাতর।
স্বপ্ন আশা ভালবাসা মন ব্যকুলতা,
কতনা বেদনা সয়ে হৃদয়ের কথা।
বেলা শেষে অবশেষে ভ্গ্ন স্বপ্ন মন,
আমায় তোমার আজ নেই প্রয়োজন?
নিশিদিন নিরালায় বসে শুধু ভাবি,
স্বপ্ন আশা ভালবাসার কি ছিল দাবী?
কেটেছে মধুর ক্ষণ হেসে খেলে যবে,
সুখ দু'খ ভালবাসা প্রীতি অনুভবে।
মিথ্যার বেসাতি তবে এ জগত মাঝে,
সত্যের বিজয় হবে মরি মিছে লাজে।
স্থান: সাভার, ঢাকা।
সময়: সকাল ৮:৫৪ মিনিট
৭ই চৈত্র ১৪২৪/২রা রজব ১৪৩৯/২১শে মার্চ ২০১৮
E-mail: zahidmadaripur@gmail.com