ভাবনা বোধন ফরমালিনে অবস
সমাজ দর্পনে হৃদ রক্তে নেই হুঁশ।
অর্থ দম্ভ মানবে বিস্তর বাধা ঠাসা
ভালবাসা প্রীত ঠোঙ্গায় বাদাম খোসা।
শিল্প সাহিত্য বিকোয় ভিনদেশী ঢঙে
শ্যামল বদন মেখেছ কত না রঙে।
মনন প্রেমেতে কালো হায়েনার থাবা
ভেঙ্গে চুরমার মন্দির গীর্জা ও ক্বাবা।
শিক্ষক সদাই জীবনের কারিগর
সত্য সুন্দর কর মানবের অন্তর।
পিতামাতা গড় আগামীর ভবিষ্যত
নিটোল প্রাণে উজ্জল আলোকিত রথ।
হৃদয় গগনে আজ ভাবনার খরা
রচিবে কে'বা প্রেমেরই অবনী ধরা।
# #
সকল শিক্ষক সমাজকে উৎসর্গীকৃত আমার এ ক্ষুদ্র প্রয়াস।
আগামীর ভবিষ্যত/ আগামী সমাজ/ আগামী মানব সভ্যতা-কে সঠিক সত্য, সুন্দর ও আলোকিত পথে পরিচালনার পেছনে শিক্ষক সমাজ ও পিতামাতার ভুমিকার আজ বড়ই অভাব। মরন নেশা, সন্ত্রাস আজ মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখনই সময়, আসুন সবাই মিলে আমাদের অনেক আদরের সন্তানদের জন্য একটি বাসযোগ্য বিশ্ব গড়ে তুলি নিবিড় ভালবাসার বন্ধনে।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/২৫ শাওয়াল ১৪৩৯ হিজরী/১০ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190