নীল খামে সাত রং মন সুখ ছবি,
আলপনা আনমনা ভাবে মন কবি।
বড় আমি সবথেকে তুমি অতি ছোট,
ফুলদানি মোর শোভা অনাদরে ফোঁট।
পৃথিবীর রূপ রং আলো জল মাটি,
আত্মমগ্ন হিমাচল মোহ পরিপাটি।
শ্রেণীভেদ বিভাজন সৃষ্টি অন্তরায়,
মানবতা ধরাধামে আছে'গো কোথায়?
নরনারী বাড়াবাড়ি নয় কেহ ছোট,
জীবে গীত প্রেম প্রীতি কলিদল ফোঁট।
মন প্রেম জাগরুক ঐক্যতান হাসি,
ছোট বড় সকলেই যেন ভালবাসি।
ভাবনার চোরাবালি একা বসে ভাবি,
স্রষ্টার এই সৃষ্টির কি'বা ছিল দাবী?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬.০৭.২০১৯ খ্রীষ্টাব্দ।