আসলো ফাগুন মনেতে আগুন
হৃদয়ে দেয় দোলা,
চকিতে আরহ এ'মনে বিরহ
আমি'যে আত্ম ভোলা।
সেদিন বনেতে আকুল মনেতে
শিমুল রাঙা ফুল,
পেতেছি বাসর মনের আসর
কি'ছিল তায় ভুল!
তোমার সুখেতে আমার দুখে-তে
দিয়েছি জলাঞ্জলি,
মেনেছি যাতনা মননে বেদনা
বিরহী সুধা ঢালি।
খুঁজেছি কারণ করেছি স্মরণ
চপল মিষ্টি হাসি,
তোমায় হারিয়ে এ'মন তারিয়ে
আজও ভালবাসি।
আবার এসেছে ফাগুন হেসেছে
শিমুল ডালে হাসে,
প্রেমের বেদন মনের রোদন
কেবলি স্মৃতি ভাসে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/০৬ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/১২ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।