একটি ক্লান্তিহীন ঘুমরাত চাই
পরশে প্রবাহিত শৈত বাতায়ন,
ঘুমের মাঁদুরে স্বপ্নসুখ চোখ
কুঞ্জে অলির সুখের আস্ফালন।
অনল তাপদাহে দিশাহীন মন
অবুঝ শিশুর হাঁড়-কাপুনি জ্বর,
জলোচ্ছাসে প্লাবিত ঈদের সুবাশ
আতঙ্কে কম্পিত হৃদয় থরথর।
সিয়াম সীমান্তে ঘুমন্ত মনবোধ
উত্তাল ঝড়ের অশান্ত হুংকার,
নাবিক কোথায় রূধিতে প্রলয়
হৃদয় চেতনা প্রত্যয়ী অঙ্গীকার?
মধ্য গগনে কাঠফাঁটা রোদ্দুর
তৃষ্ণার্ত গণতন্ত্র দিবাস্বপ্ন ঘোর,
তর্জনী উঠুক হুংকার দুর্নিবার
কামনায় আলোকিত নতুন ভোর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/৬ শাওয়াল ১৪৩৯ হিজরি/২১ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190