(বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকাহত হৃদয়ের যাতনা)
আজ কলম ধরেছি,
তোমায় নিয়েই কবিতা লিখব বলে।
শতেক বাহবা কুঁড়াতে,
শিউলি বেলী নেব যে আঁচল তলে।
রুখিনি হায় অবহেলে,
কত অভিমান বুকে রেখেছিলে চাপি।
সুমিতা চলেই গেলে,
চোখ ভরা জল নয়নে উঠিছে ছাপি।
তোমার বিদায় ক্ষণে,
বিউগলে সূর কফিনে পতাকা ঢাকা।
বেদনা বিধুর মন,
কোন নাবিক ঘোড়ায় আগামী চাকা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২৭ রবিউস সানি ১৪৪০ হিজরী/০৪ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।