অবুঝ এ মনে তোমার সনে
স্বপ্ন রঙিন খেলা,
পড়ন্ত রোদ অলস বিবোধ
সুখ আনন্দ মেলা।
হোক না প্রখর তপ্ত দুপুর
শ্রান্তি হিমেল বায়,
অনাদরে প্রান ক্লান্ত চরণ
জীবনের আশায়।
অপেক্ষা টান হোক অবসান
প্রেম জোছনা মনে,
আনন্দ বান ভাদর শ্রাবণ
আঁধারের ই কোণে।
মানবতা ছাড়ি আজ ভিখারি
কোন আলোক স্বাদ,
ধ্বংসে জাত মিছে বরবাদ
সম্মুখে গিরিখাত।
তুমি আর আমি বন্ধন কামি
গড়িতে যুক্ত সাঁকো,
শান্তির ধারা প্রীতিময় ধরা
হৃদয়ে স্বপ্ন আঁকো।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ/৩০ শাওয়াল ১৪৪০ হিজরি/০৪ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।