বসন্তের ঐ কালেরে কোকিল
ডাকিস ডালে ডালে, .......... (II)
প্রেম পিয়াসী পাগল এ'মন
চাতক হরিণ আমার এ'মন
এই কি ছিল ভালে.. রে কোকিল
ডাকিস ডালে ডালে।
ভাঙবি যদি স্বপ্ন আশা
ভাঙবি যদি মন, .......... (II)
তবে কেন গড়েছিলি
প্রেম বাঁধনে বেঁধেছিলি
সুখ শাড়ি স্বপন.. আমার
প্রেম পিয়াসী মন।
ডাকিস না আর কোকিল রে তুই
বসে শিমুল ডালে, .......... (II)
বিরহিনীর উদাসী মন
অভাগিনীর পাগল এ'মন
প্রেম নাই এ কপালে.. রে কোকিল
ডাকিস ডালে ডালে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/০৮ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/১৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।