(বাংলার দামাল ক্রিকেট যোদ্ধাদের উৎসর্গ করা হলো)
আয়রে আয় দামাল তোরা
আয় সকলে আয়,
প্রভাত আলো উঠলো জেগে
মাখবো আলো গায়।
কলসী কাঁখে গাঁয়ের বধু
জল আনিতে যায়,
মাচায় স্বামী হৃদয় টানি
আলতা রাঙ্গা পায়।
কৃষক ছোটে জমি'তো মোটে
আগামী স্বপ্ন বোনা,
ভাদর মাসে উতলা ভাসে
আশার দিন গোনা।
অলস বেলা দোয়েল শ্যামা
সূরে মধুর গান,
বন্ধন প্রীতি বঙ্গের রীতি
জুড়ায় মন প্রাণ।
গড়বো সবে মিলিয়া ভবে
বঙ্গ মায়ের দেশ,
সবুজ লালে আঁচলে ঢালে
মায়ায় মুগ্ধ রেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৪ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।