মা তুই আমায় বল,
কোন সে কারণ হৃদয় ক্ষরণ
তোর চোখে কেন জল।
আঁধারে যে অমানিশা,
আর কত প্রাণ হলে বলিদান
পাব আগামীর দিশা।
প্রতিবাদ প্রতিরোধ,
মিছে মায়া ছাড়ি বাংলা আঁকড়ি
ধর সুদ্ধ চিত্তবোধ।
মানবতা অবক্ষয়,
আসিল সময় জাগো আপাময়
আশে গনতন্ত্র জয়।
দেশপ্রেমে তোল সুর,
শহীদের ঋণ আগামী সুদিন
নয় সেতো বহুদূর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৬ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৪ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।