বাংলাদেশ
আমার জননী জন্মভুমি,
বাংলাদেশ
মাগো তোমায় ভালবাসি আমি।........(II)
মায়ের মুখের ভাষা
প্রতিরোধে কোনঠাসা,
যুব জীবনের দামে
পাই ভাষা নীল খামে।
" তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা,
বীর বাঙ্গালী অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর।"
শত শহীদের দানে
স্বাধীন সূর্য্য আনে,
মুক্তির জয়োল্লাসে
জীবন'যে স্রােতে ভাসে।
বাংলাদেশ
আমার জননী জন্মভুমি,
বাংলাদেশ
মাগো তোমায় ভালবাসি আমি।
কাল'রাত তবু পিছে
স্বাধীনতাই কি মিছে!
শহীদের রক্ত ঋণ
শোধিব কোন'সে দিন?
" আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।"
জেগেছে বাংলার সোনা
নয় পিছে লেনা-দেনা,
সাজাবো বাংলা মাকে
দেখবে সবে অপলকে।
বাংলাদেশ
আমার জননী জন্মভুমি,
বাংলাদেশ
মাগো তোমায় ভালবাসি আমি।........(II)
##
মনের সাধনা, গীত জানিনা, তবুও চেষ্টা। ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
বিঃদ্রঃ "..........." চরণ ব্যাকগ্রাউন্ড থিম হিসাবে ব্যবহৃত হতে পারে।
##
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/০৯ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৮ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।