বসন্তের এই কালে রে বন্ধু বসন্তের এই কালে,
তোকে আমি চাই রে বন্ধু আনন্দ মিছিলে।........ (II)
উজান গাঙের স্রােতে বন্ধু নাও যে ভেসে যায়,
আজি কেন মনের গাঙে বান যে উছলায়।
আঁধারও নিশিতে বন্ধু ভয়ে কাঁপে মন,
কেমন করে পার করিব এই না কাল ক্ষণ।
ভেজা শাড়ী অঙ্গে তােকে পরম গরম বুকে,
যৌবনে তুই ভুলিস কেন মায়ে কষ্টে ধুঁকে।
বসন্তের এই কালে রে বন্ধু বসন্তের এই কালে,
তোকে আমি চাই রে বন্ধু বিজয়ের মিছিলে।
সকাল সাঝে কাজের মাঝে তোকে আমি চাই,
তোকে ছাড়া প্রিয় বন্ধু কেউ যে আমার নাই।
শীত গ্রীষ্ম বর্ষায় জানাই প্রীতির নিমন্ত্রন,
বিরহীনি এ অভাগিনীর কান্দে দুই নয়ন।
ভালবাসি তোকে বন্ধু তোর ভালবাসা চাই,
তোকে ছাড়া আমার মাঝে আমি যে আর নাই।
বসন্তের এই কালে রে বন্ধু বসন্তের এই কালে,
তোকে আমি চাই রে বন্ধু আনন্দ মিছিলে।........ (II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৫ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৪ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।