একই তরুতল একই ছায়াজল
একই বর্ণমালা,
একই চাঁদতারা একই প্রেমমায়া
জীবন প্রবাহ পালা।
নজরুল রবি মোতাহার সবই
বাংলার প্রেম মালা,
জীবনানন্দ জগদীশ বসু
নক্ষত্র উজালা।
সালাম বরকত জব্বার সবে
করেছে জীবন দান,
তারই হাত ধরে বাংলার ঘরে
শতত পুষ্পে প্রান।
বর্ণে গন্ধে ছন্দে আনন্দে
হৃদয় করিছে খেলা,
তুমি আর আমি একই ভালাবাসা
অযথা বহিছে বেলা।
নিষ্ফল এই কাঁটাতার বেড়ী
ক্ষণিক স্বার্থ লাভে,
হৃদ মাঝারে বাংলা যে আমি
অবেলাবসান হবে।
বাংলার ভাই বাংলায় গাই
বাংলা মোদের ভাষা,
হাতে হাত ধরি বাংলাকে গড়ি
বাংলা মায়ের আশা।