খোকন মনা লক্ষী সোনা
চশমা ঢাকা চোখে,
চল্লিশ পার বয়সের ভার
গোফ হাতরায় ঝুকে।
মরদ মুরাদ প্রেমের ফাঁদ
পরেছে গলে কারি,
এক সন্তান চলছে স্লোগান
যাচ্ছে আগন্তুকের বাড়ি।
জহিরের ফোন দেয় অনুরণ
গ্রাহক দাবির কাছে,
চলে দিনরাত সংসার বাদ
নেটের খবর যাচে।
প্রিয়জন তার সঙ্গী সুজন
ছোটে সাইকেল চড়ে,
নেটের তার বিঘ্ন কারবার
সংযোগ যে নড়বড়ে।
জাকির হোসেন তবলা ছেড়ে
ধরেছেন হাতে টেস্টার,
অধরা জীবনের দিকের আশে
হায় কতনা চেষ্টার।
প্রিয়জন আমার বন্ধু সকলে
ছোট বড় সব্বাই,
জীবন তরী চলছে এমনি
সময়'যে বেশী নাই।
##
আমার এক প্রিয়বন্ধুর উৎসর্গে এ রম্য-কাব্য।
##
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১০ শাবান ১৪৩৯ হিজরী/২৭ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190