না বলা কথার ছলে কত কথা বলি,
বুঝে না বুঝেই মোরা হেথা হোথা চলি।
কাব্যেরই তুমি সেতো নয় শুধু তুমি,
কেন মিছে প্রেমমোহে মজে মনভুমি?
দ্রোহ প্রেম বাতায়নে সুবাশিত সূর,
কেবলি পাগল মন বেহেস্তেরী হুর।
বনলতা সেন মোর প্রিয়া ভালবাসা,
কাব্যভাবে শত লােভে তার কাছে আসা।
মননের প্রতিমা প্রিয়া কাব্য আমার,
মিথ্যে আশ ভাঙ্গা মন নহে কারবার।
ছল ছল জল ভেজা নয়নের ভাষা,
কাব্য হোক সামষ্টিক সমাজের আশা।
ব্যক্তিক আমিত্ব নয় কাব্যে বসবাস,
তবে কি সবই বৃথা, মিছে সর্বনাশ?