আমার ওতো ইচ্ছে করে
বাবা তোমার হাতটি ধরে,
চলনা আজ ঘুরে আসি
হাতিরঝিলের ঐ কিনারে।
মন মাতানো ফ্লাইওভার
দেখবো আমি তার চারিধার,
শিশুপার্ক আর চিড়িয়াখানা
সুখের যে আজ নেই সীমানা।
ঢাকার নতুন অট্টালিকা
রঙ্গীন আলোক রুপের দেখা,
ফুটপাতের ওই একটি কোনে
টোকাই ঘুমায় শ্রান্ত মনে।
নেই যে বস্ত্র নেইকো ঘর
ঘুরছে চাকা আপন পর,
বাবা তোমার হাতটি ধরে
ঘুরবো সবি আপন করে।
আনন্দেতে ঘুরব আমি
অর্থ সে আজ অনেক দামী,
ফ্যান্টাসী আর নন্দন পার্ক
জলকেলীতে করব মাত।
স্মৃতিসৌধ শহীদ মিনার
ঘুরব আমি তার চারিধার,
যাদুঘরের যাদুর বাতি
সারা দিনোমান ও রাতি।
বাবা তোমার হাতটি ধরে
বললে যেথায় তেপান্তরে,
আজ হারিয়ে তোমায় খুঁজি
ছেলের হাতটি ধরেই বুঝি।