বিশ্ব আত্মসংবৃতি সচেতনতা দিবস (২রা ডিসেম্বর) উপলক্ষ্যে:
হিম প্রভাতের হিমেল পরশ
শিশির পায়ে দলব রে,
আবির রাঙ্গা প্রজাপতির
ডানায় ভেসে চলব রে।
গুলতি চাকি দামাল ছেলে
খেলায় মাতম তুলব রে,
হাড়ি পাতিল ঘটি বাটি
পুতুল বিয়ে খেলব রে।
কিন্তু কেন এমন তর
আমারও তো জাগে সাধ,
তোমার মত নইকো পূর্ণ
অপূর্ণতাই বিসংবাদ।
প্রতিবন্ধী আমি যদিও
স্বপ্ন নাহি ভুলব রে,
বিরহী প্রাণে আবির রাঙাই
বিজয় নিশান তুলব রে।
তোমরা যারা আমার মত
প্রতিবন্ধী নওকো ভাই,
শুভ্র সাদা আগামী দিন
তাদের হাতে দেখতে চাই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৪ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৩ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।